জ্যোতির্ময় মন্ডল, পুর্ব বর্ধমান
আজ বিকালে মন্তেস্বর এর বিধায়ক সৈকত পাঁজা কে ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রাথীর মঞ্চের পক্ষ থেকে,
কুসুমগ্রামে সৈকত পাঁজার কার্যালয় অফিসে বেশ কয়েক জন আপার প্রাইমারির সদস্যরা উপস্থিত হয়ে, মন্তেস্বরের বিধায়ক সৈকত পাঁজাকে ডেপুটেশন দিলেন।
চাকরি প্রাথী মঞ্চের দাবি হলো ২০১৪ সালে ফর্ম ফিলাপ করা হয়েছে এখনো নিয়োগ করা হল না , তাদের দাবি যে সমস্ত আপার প্রাইমারি চাকুরি প্রাথীরা পরীক্ষায় পাস করে মেরিস্ট লিস্টে নাম আছে তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে তাড়াতাড়ি। নাহলে বৃহৎ তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে বিধায়ক সৈকত পাঁজা জানান , চাকরি প্রাথী মঞ্চের আসা সদস্যদের বলেন আপনাদের দাবি সমূহ যথাযোগ্য স্থানে জানাবো। ও মাননীয় রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মাননীয়া মুখ্যমন্ত্রী কেও আপনাদের দাবিসুমহ জানাব।
মাননীয় বিধায়ক সৈকত পাঁজা, ও একজন চাকুরী প্রাথীর সদস্য আমাদের কি বলছেন দেখুন।