মৌসুমী সাহা , মিতা ঘোষ :-
ভারত নাট্যমঞ্চ একটি অংশ ভারতীয় নৃত্যের। আর এই ভারত নাট্যমঞ্চকে কেন্দ্র করে নৃত্য শিল্পীরা মানুষকে বেঁচে থাকার রসদ যোগাচ্ছে। আর এই রকম এক নৃত্য শিল্পী সায়নি চক্রবর্তী। তার নৃত্যকে নতুন ভাবে প্রকাশ করলেন। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন —-
ভারত নাট্যমঞ্চ ট্রাডিশনাল রিচুয়াল। যেটাকে ৮ ই মে ২০১৯ নৃত্য শিল্পী কুমারী দিদহিতা সিংহ এর মধ্যে দিয়ে তুলে ধরেন তার মা দূর্বা সিংহ রায় চৌধুরী ও গুরু সায়নি চক্রবর্তী। তিনি আরও বলেন তারা এটাকে দু’ভাগে ভাগ করেছেন, প্রথম ভাগ এক ঘন্টার রিসাইকল। আর দ্বিতীয় ভাগ হিন্দুস্থানী ক্লাসিক্যাল মিউজিক এবং ভারত নাট্যমঞ্চ।
এটি একটি ট্রাডিশনাল রিচুয়াল, যেটা তিনি আর দূর্বা সিংহ চৌধুরী মিলে করছেন।
এর নাম আরঙ ট্রাম কেন ?
উঃ এটি একটি রিচুয়্যাল এটা তামিল বা চেন্নাইতে হয়ে থাকে। একটি স্টুডেন্ট মারগম যেটা ভারত নাট্যমঞ্চ দেড় ঘন্টার পরে এক ঘন্টার শো পারফম করে।
কতদিনের চিন্তা ভাবনা ?
উঃ তিন মাসের।
এত কম সময়ের মধ্যে কিভাবে করলেন ?
উঃ আমরা আট্রিস্ট এই রকম হয়ে থাকে।
আর নতুন কিছু ভাবছেন?
উঃ হ্যাঁ। এটা ট্রেলার বলতে পারেন। এটার সাকসেসের উপর নির্ভর করে এগবো।