রবীন্দ্রনাথ বর্মন, কোচবিহার, ১৫ মার্চ : “নেতৃত্বের সাথে মতবিরোধ হয়েছিল তাই বসে গিয়েছি। মতবিরোধ আজও আছে , তবু দল সম্মান নিতে ডেকেছে , । আগামী দিনে মতবিরোধ মিটিয়ে দলে সম্মান দিলে আবার সক্রিয় হব।” রবিবার মাথাভাঙা পুরসভার অতিথি নিবাসে তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি অনুষ্ঠানে এসে জানান পঞ্চানন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে আন্দোলনের অন্যতম মুখপাত্র অবসর প্রাপ্ত শিক্ষক গিরীন্দ্রনাথ বর্মন। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল না , তখন মাথাভাঙায় দলের হয়ে নেতৃত্ব দিয়েছেন। কোচবিহার জেলা কমিটির সহ – সভাপতি ছিলেন । ২০০৪ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন।