নিজস্ব সংবাদদাতা ; মন্তেশ্বর: পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমূহের রাজ্য কো-অর্ডিনেশন কমিটির মন্তেশ্বর শাখার উদ্যোগে রবিবার বিকেলে মন্তেশ্বরের পিপলনে শতাধিক দুঃস্থ অসহায় মানুষকে আলু, পিঁয়াজ, সরিষার তেল ,মুড়ি, বিস্কুট, নুন সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি সবজি কেনার জন্য তাদের হাতে আর্থিক সাহায্য দেওয়া হয়। প্রত্যেকের হাতে দেওয়া হয় টিফিন। সংগঠনের পক্ষে সন্দীপ ভট্টাচার্য ,ধনঞ্জয় সামন্তরা জানান, লকডাউন পরিস্থিতি কাজকর্ম না পেয়ে বহু অসহায় পরিবার কষ্টের মধ্যে রয়েছে, তাদের কথা চিন্তা করে আমাদের সংগঠনের সমস্ত সদস্যরা নিজেদের সহযোগিতায় তহবিল তৈরি করে এই মহান উদ্যোগে ব্রতী হয়েছি। এই কর্মসূচি আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।