রবীন্দ্রনাথ বর্মন, কোচবিহার, ১৪ মার্চ : টানা দুদিনের দিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে দিনহাটা ১নং ব্লক সহ গোটা উত্তরবঙ্গের ব্যাপক ক্ষতির মুখে আলু চাষিরা । এই বছর আলুর ফলন ভালো হলেও এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে আলুর । অধিকাংশ কৃষকের আলু পরে আছে ক্ষেতে । কোন কোন ক্ষেতে বৃষ্টির জন্য আলুর বস্তা ভরে ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হয়েছে । কিন্তু বৃষ্টির কারনে তুলতে পারছে না । এতে করে পচন দেখা দিয়েছে আলু এবং আমের মুকুলে।
এখন আলু তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা । আলু চাষ করে লাভবান হওয়ার বদলে এখন ক্ষতির মুখে পড়তে হচ্ছে । ফলে আলু চাষে যে পরিমান খরচ হয়েছে তা তুলতে পারবে কিনা তা নিয়ে কৃষকদের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ ।