রিয়া বাগঃ প্রচণ্ড তাড়াহুড়ো। অফিস,স্কুল,কলেজ,বাড়ি দাঁড়ানোর সময় প্রায় নেই বললেই চলে। এরই মাঝে যদি সাধের জামা কাপড়ে লেগে যায় স্থায়ী দাগ ! আপনি ভাবছেন আরে এ এমনকি ? এ তো রোজকার ঘটনা। হ্যাঁ, হয়তো এটা আপনার রোজকার সমস্যা। আজকের প্রতিবেদনটি তাহলে আপনার সেই সমস্যার সমাধানের জন্য….
সমস্যাঃ কাপড়ে ঝোলের দাগ ?
সমাধান ঃ গ্লিসারিন দিয়ে নির্দিষ্ট দাগ লাগা জায়গায় ঘষুন ।
সমস্যা ঃ কাপড়ে ঘামের দাগ ?
সমাধান ঃ লেবু এক্ষেত্রে দারুন।
সমস্যা ঃ কাপড়ে রক্তের দাগ ?
সমাধান ঃ এটি একটু বেশি স্থায়ী। কিন্তু চিরস্থায়ী নয়। ভিনিগার লাগিয়ে দেখুন দাগ উঠতে বাধ্য।
সমস্যা ঃ কাপড়ে কফির দাগ ?
সমাধান ঃ পানীয়টি যতটাই প্রিয়, দাগটি ততটাই অপ্রিয় । বেকিং সোডা ব্যাবহার করুণ দাগ তুলতে।
সমস্যা ঃ কাপড়ে পারফিউমের দাগ ?
সমাধান ঃ এক্ষেত্রেও বেকিং সোডা খুব কার্যকারী।
সমস্যা ঃ কাপড়ে কলমের কালির দাগ ?
সমাধান ঃ টুথপেস্ট টি দাগ লাগা জায়গায় ঘষে দেখুনতো যায় কিনা।
সমস্যা ঃ কাপড়ে তেলের দাগ ?
সমাধান ঃ সাদা চক খুব কার্যকারী ।
সমস্যা ঃ কাপড়ে চকলেটের দাগ ?
সমাধান ঃ শুধু বাসন মাজার ক্ষেত্রে নয় ডিশ ওয়াশ এক্ষেত্রেও ব্যাবহার করুণ ।
সমস্যা ঃ কাপড়ে ঘাসের দাগ ?
সমাধান ঃ ভিনিগার লাগিয়ে ঘষুন ।