kolkata, RAJKUMAR DAS:—আগামী ২২থেকে২৫শে ডিসেম্বর কলকাতার বাঘাযতীন এ “কলতান” এ অল বেঙ্গল ওপেন চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে।থাকছে রাজ্যের প্রতিটি জেলার জন্য আলাদা পুরস্কার।৪তে ক্যাটাগরিতে খেলা হবে।আন্ডার ৭,৯,11ও১৩ এ খেলা অনুষ্ঠিত হবে বলে জানান সংস্থার সেক্রেটারি অতনু লাহিড়ী,সভাপতি শ্রী অমর রায় জানান এই ধরনের কাজ করতে পেরে তারা গর্বিত।নতুন ছেলে মেয়েদের দাবাড়ু তৈরি করা,আগ্রহ বাড়িয়ে তোলা তাদের প্রয়াস কে এগিনিয়ে নিয়ে যাবে।এক লাখ ৫০হাজার টাকা মোট পুরস্কার মূল্য।১৮৬ জন কে মোট পুরস্কার ভাগ করে দেয়া হবে বলে জানান 64 স্কোয়ার অর্গানাইজার এর পক্ষে সম্পাদক শ্রী বিশ্বনাথ ব্যানার্জী।
প্রায় ২৫০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করতে পারেন বলে জানান সংস্থার পক্ষে শ্রী এস.কে.লাখটিয়া, শ্রী মৃনাল ঘোষ,শ্রী সুব্রত সরকার প্রমুখ।চ্যাম্পিয়ন্স ট্রফি ও শংসাপত্র র পাশাপাশি ১২হাজার টাকা ক্যাশ প্রাইজ থাকছে।বাংলার বুকে এমন সুন্দর একটি খেলা যে আগামী দিনে আরো উজ্জ্বল ভাবে এগিয়ে যাবে তা বলাই বাহুল্য।