হেমাশ্রী বিশ্বাস, কলকাতা
দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন পিভি সিন্ধু কে দেখা গেল শনিবার বেঙ্গালুরুরতে সম্পূর্ণ অন্য অবতারে। অলিম্পিকে রুপো জয়ী কন্যা সেনার পোশাকে ওড়ালেন তেজস যুদ্ধবিমান। হিন্দুস্তান এয়ারোনটিকস লিমিটেডের লাইট ওয়েট কমব্যাট এয়ারক্রাফটের সহ-পাইলট হয়ে আকাশে উড়লেন গোপীচাঁদের শিষ্যা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থেকে আগেই জানানো হয়েছিল যে, বেঙ্গালুরুতে এয়ার শো-র মাধ্যমে আয়োজিত নারী দিবসে সিন্ধুকে তেজসের উড়ান নিতে দেখা যাবে।
এদিন সেনার সবুজ উর্দিতে সিঁড়ি দিয়ে ককপিটে ওঠার সময় হাত নাড়িয়ে অভিবাদন জানান সিন্ধু। এবং দেশের প্রথম সারির শাটলার সদ্যই জাতীয় চ্যাম্পিয়নশিপে সাইনা নেহত্তয়ালের কাছে খেতাব সামান্যের ব্যাবধানে হাত ছাড়া করেছেন।
ইতিমধ্যে সিন্ধু তৈরী হচ্ছেন আসন্ন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য। বার্মিংহামে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
গত বুধবারই তেজস সেন্টার ফর মিলিটারী এয়ারত্তয়ার্দিনেস অ্যান্ড সার্টিফিকেশন ( সিইএম আইএল এসি ) থেকে ফাইনাল অপারেশনল ক্লিয়ারেন্স ( এফত্তসি ) পেয়েছে। ভারতের বায়ুসেনার পরিবারের নবমতম সংযোজন তেজস। ইতিমধ্যে সেনা প্রধান জেনারেল বিপিন রাত্তয়াত এই বিমানের উড়ান নিয়েছেন এবং ভারতে তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানের ভীষণ প্রশংসা করেছেন তিনি।