কলকাতা, রাজকুমার দাসঃ- শনিবার দুপুরে কলকাতার এক পাঁচতারা হোটেলে উপস্থিত ছিলেন লভ রঞ্জন পরিচালিত নতুন হিন্দি ছবি”সোনু কে টিটু কি সুইটি”ছবির কলাকুশলী। আগামী ৯ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে।অভিনেতা কার্তিক আরিয়ান, সানি সিং, অভিনেত্রী নুসরাত ভরুচা। উল্লেখ্য পিয়ার কা পাঞ্চ নামা”ছবির এটি তৃতীয় পর্ব।
ছবিটি কমেডি ও প্রেমের সম্পর্কে নিয়ে তৈরি। হাসির মোড়কে ছবির গানগুলো ইতিমধ্যেই হিট । সোশ্যাল মিডিয়ায় তো বটেই টিভি চ্যানেলে প্রমোশন এ দর্শক অধীর আগ্রহে ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছে।আশাবাদী ছবির নায়ক নায়িকা।