সুভাষ চন্দ্র দাশ, ক্যানিংঃ- বাসন্তী থানার উদ্যোগে শুরু হল স কাপ ফুটবল প্রতিযোগিতা।বাসন্তী থানা এলাকার ৪টি মহিলা ফুটবল টীম ও ৫৮ টি পুরুষ ফুটবল টীম অংশ গ্রহন করে। শুক্রবার মসজিদবাটি পার্বতী হাইস্কুল মাঠে ৫নং চড়াবিদ্যা পল্লীমঙ্গল সমিতিকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করে চুনাখালি বিবেকান্দ ফুটবল একাডেমী।চুনাখালী ফুটবল একাডেমীর ভবেন সরদার একাই ২গোল করে। অপরএকটি গোল করে প্রলয় কুমার মাঝি।
উল্লেখ্য ২০১৩-২০১৪ স কাপ চ্যাম্পিয়ান হয় চুনাখালি বিবেকানন্দ ফুটবল একাডেমী। সেবার রায়দিঘিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাত থেকে উইনার্স ট্রফি নিয়েছিলেন বাসন্তীর বিধায়ক জয়ন্ত নস্কর। বিবেকানন্দ ফুটবল একাডেমীর কর্ণধার দেবাশীষ বৈরাগী বলেন—“আমাদের ছেলেরা এবার প্রতিঞ্জাবদ্ধ উইনার ট্রফির জন্য।