নিজস্ব সংবাদদাতাঃ- রাজস্থানকে একপ্রকার হেলায় উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিল সানরাইজ হায়দ্রাবাদ। গতকাল আইপিএল এর ম্যাচে মুখো মুখি হয়েছিল রাজস্থান রয়েল্স ও হায়দ্রাবাদ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করে। হায়দ্রাবাদের বোলারদের বোলিং এর দাপটে রাজস্থান ১২৫ রানের বেশি করতে পারেনি। রাজস্থানের হয়ে সঞ্জু স্যামসন সম্মানজনক ৪৯ রানের একটা ইনিংশ খেলেন। এছাড়া তেমন কেউ দাঁড়াতে পারেনি হায়দ্রাবাদের বোলার দের দাপটের সামনে।
জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ মাত্র ১ উইকেট হারিয় জয়ের জন্য নির্ধারিত রানের লক্ষে পৌছে যায়।