বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায় রামপুরহাট চ্যাম্পিয়ান গ্রাউন্ড মাঠে নিজে পায়ে বল মেরে উদ্বোধন করলেন জঙ্গলমহল ক্রীড়া প্রতিযোগিতার। দুদিন ধরে চলবে এই ক্রীড়া প্রতিযোগিতা। দুদিনের এই প্রতিযোগিতায় রামপুর থানা এলাকার ২২টি ফুটবল দল অংশগ্রহন করেছে। এর মধ্যে ৯টি মহিলা দলও রয়েছে। এছাড়াও ছেলে মেয়ে মিলিয়ে ৬টি কবাডি দল এবং ৪০টি তীরন্দাজি দল অংশগ্রহন করেছে। শনিবার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইসি সন্দীপন চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায়, চিকিৎসক অচিন্ত চক্রবর্তী, ক্রীড়া প্রেমী পান্থ দাস সহ প্রমুখ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।