অমৃতা মুখার্জীঃ- মোহনবাগান ক্লাবের নির্বাচন শেষ,ক্লাব প্রশাসন এখন টুটু বসুর হাতে ।নির্বাচনে ক্লাবের মোট ৫০ জন প্রার্থী কার্যনির্বাহী কমিটির সদস্য হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মোহনবাগান নির্বাচনে টুটু বসু প্যানেলের সকল সদস্য ৩৩০০ থেকে ৩৮০০ ভোট পেয়েছেন। সর্বোচ্চ ভোট পেয়েছেন সৃঞ্জয় বসু। যদিও নির্বাচনের শেষ মুহূর্তে অঞ্জন মিত্রের নাম প্রত্যাহার করায়, টুটু বসু এক প্রকার এগিয়েই ছিলেন আর ভোটবাক্সও তাকেই সমর্থন করে জিতিয়ে দিল।টুটু বসুর সঙ্গে আরো ২১ জনের ভাগ্য নিবার্চন হলো যারা প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকবেন। মোট ভোটার ছিল ৮৫৮৪।ভোট দেয় ৪৯৫২।অর্থাৎ প্রায় ৫৮ শতাংশ ভোট পড়ে।তার মধ্যে স্বপন সাধন বসুর(টুটু)প্যানেল ৮০শতাংশ ভোট পায়।গণনা শেষ হওয়ার আগেই টুটু বসু জানান আমাদের লক্ষ্য এবার আই লিগ জেতা।তার জন্য যা করার করবো।কোচ,ফুটবলারদের সাথে কথা বলবো বলে জানান।