প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,কলকাতাঃ- দমদম কিশোর ভারতী বিদ্যালয়ে বিস্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমী অনুমোদিত “কাব্যতরী সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা ২০১৯, প্রথম বর্ষের মোড়ক উন্মোচন হয়ে গেল । তারিখটি ছিল ০৩/০২/১৯ । কাব্যতরীর প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রদ্ধেয় শ্রী প্রবীর কুমার চৌধুরী মহাশয়ের আন্তরিক উদ্যোগে ও নিরলস প্রচেষ্টায় অবশেষে তার বহুদিনের স্বপ্ন বাস্তবে রুপান্তরিত হল । উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করলেন মাননীয় শঙ্খচূড় মহাশয় । প্রধান অতিথির আসন গ্রহন করলেন অন্যতম প্রখ্যাত নজরুল গবেষক জিয়াদ আলী মহাশয় এবং বিশিষ্ট সাহিত্যিক শ্রী দিলিপ রায় মহাশয় ।
উপস্থিত ছিলেন কাব্যতরীর প্রধান উপদেষ্টা শ্রী সোমনাথ নাগ মহাশয় ও বৈজয়ন্ত রাহা মহাশয় । কাব্যতরীর পরিচালনায় এবং সহ সভাপতি শ্রী বাপি ভট্টাচার্যের ব্যবস্থাপনায় স্বর্গীয় শ্রী নগেন্দ্র ভূষণ ভট্টাচার্য স্মৃতি কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং উক্ত প্রতিযোগিতার সেরা দশ বিজয়ী ও বিজয়িনীদের পুরস্কার প্রদান করা হল। কাব্যতরীর প্রথম বর্ষের, প্রথম সৌজন্য সংখ্যায় সমসাময়িক ১৩৪ জন কবিদের অনন্য রচনা শৈলী প্রকাশ পেয়েছে। তাদের সকলকেই একটি করে সৌজন্য সংখ্যা, মানপত্র এবং স্বারক প্রদান করা হয়েছে।শুধু তাই নয় অনুষ্ঠানে উপস্থিত সকল সাহিত্য অনুরাগীদের হাতে বিনা মূল্যে একটি করে সৌজন্য সংখ্যা তুলে দিয়েছেন শ্রী প্রবীর কুমার চৌধুরী মহাশয় । বিশেষ উল্লেখযোগ্য বিষয়টি হল মাতৃভাষার প্রচার স্বার্থে এবং মাতৃভাষার প্রতি দায়বদ্ধতা রেখে কাব্যতরীর সম্পাদক শ্রী প্রবীর কুমার চৌধুরী মহাশয় অনুষ্ঠানে উপস্থিত সকলকেই বিনা মূল্যে সৌজন্য সংখ্যা প্রদান করে একটি দৃষ্টান্ত গড়েছেন । তার এই উদার মানসিকতা এবং ব্যতিক্রমী প্রচেষ্টা সত্যই প্রশংসনীয় ।