নিজস্ব প্রতিনিধিঃ- ডেঙ্গি নিয়ে যখন সব তোলপাড় চলছে তখন যুবভারতী ক্রীড়াঙ্গন বাদ গেলোনা।যুবভারতী
ভারতে যে ফুটবলের আবেগ তা তাঁকে মুগ্ধ করেছে।
তিনি আরও বলেন ভারতের যে আবেগ, উৎসাহ, আগ্রহ তা যে কোনো বিশ্বকাপ খেলিয়ে দেশকে পিছনে দিয়েছে।
ভারতের ছেলেরা একটি ম্যাচও না জিতেও তারা স্থান করে নিয়েছিলো মানুষের মণিকোঠায়।তাদের অদম্য লড়াই ভোলার নয়। আর অন্য দিকে, নিজের দেশের সাথে সাথে ভারতের জনতারা গলা ফাটিয়ে ফুটবলের জন্য। যা দেখে আপ্লুত বাকি সব দেশের প্রতিনিধিরা।
আর এই সব কিছুর পিছনে রয়েছে একশো ত্রিশ কোটির দেশের ফুটবল পাগল জনতা।
ফিফার হিসাবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরু বছর(১৯৮৫),যে বিশ্বকাপ আয়োজন করেছিলো চিন তা দর্শক সংখ্যা ছিলো ১২লক্ষ৩০হাজার ৯৭৬জন। এখন পর্যন্ত ভারতের দর্শক সংখ্যা ১২লক্ষ২৪হাজার ২৭জন।তবুও ভারতের হাতে এখনও বাকি দুটো ম্যাচ। তার মধ্যেই ভারতে বিশ্বকাপ দেখেছে ১২ লাখ ২৪ হাজার ২৭ জন। আর ৬৯৫০জন দর্শক সংখ্যা হলেই বিশ্বরেকর্ড করবে ভারত।বিশ্বরেকর্