ফিরে দেখা ঃ-মানোয়ারা খাতুন পান থেকে চুন খোসিও না নষ্ট হবে পানের স্বাদ। কর্তব্যের অবহেলা করো না মরে যাবে বেঁচে থাকার আনন্দ। জীবন ভর দিয়ে গেলাম পেলাম না তো কিছু পেছন ফিরে তাকিয়ে দেখি, স্মৃতিরা নিয়েছে পিছু।