কলকাতা, রাজকুমার দাসঃ- আজ কলকাতার এক পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুস্তকটির শ্রী রণেন সেন, ভারত ও আমেরিকার সম্পর্কের উন্নতিতে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের ভূমিকা নিয়ে পুস্তকটি লিখেছেন স্বদেশ চ্যাটার্জী, বাংলায় অনুবাদ করেছে শর্মিষ্ঠা চ্যাটার্জী।
বইতে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর মাধ্যমে ভারত ও আমেরিকা দুই দেশের সম্পর্কের উন্নতি সাধন নির্দিষ্ট করে। লেখক বর্তমানে আমেরিকার নর্থ ক্যারোলিনার একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। দুই দেশের মধ্যে ভুল বোঝা বুঝি ও ঠান্ডা যুদ্ধের অবসান ঘটানোর উদ্দেশ্যে ইন্দো আমেরিকান প্রচেষ্টার কার্যক্রমে প্রধান ভূমিকা গ্রহণ করেন তিনি।
আনন্দ প্রকাশনী থেকে পুস্তকটি প্রকাশিত। দাম মাত্র ৪০০(চারশত )টাকা। আজ ডক্টর বিন্দেশর পাঠক, শুভাপ্রসন্ন, ডক্টর অমিত মিত্রসহ প্রমুখ গুণীজন উপস্থিত ছিলেন। লেখকের বইটি পাঠক সমাজ আশাকরা যায় মূল্যায়ণ করবে স্বমহিমায়।
স্থির চিত্রে :- আব্দুল্লা মোল্লা।