নিজস্ব সংবাদদাতাঃ- আজ দিল্লীর ফিরোজ শাহ কোটলায় প্রথম টি-২০ ম্যাচে বিরাট ব্যবধানে জয় পেল বিরাট ব্রিগেড।ভারতের নির্ধারিত ২০ ওভারে২০২ রানের জবাবে ১৪৯ তে আটকে গেল নিউজিল্যান্ড।ভারতের দুই প্রারম্ভিক ব্যাটসম্যানের গড়ে দেওয়া ভীতের উপর দাড়িয়ে ভারত ২০২ রান তোলে। শিখরের(৮০),রোহিতের(৮০)এবং বিরাটের(২৬)।নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে প্রতিরোধ গড়ে তুলতেই পারল না।নিয়মিত উইকেট পরার কারনে নিউজিল্যান্ড থেমে যায় ১৪৯ রানে।ভারতের হয়ে অক্ষর ২টি , চাহালের ২টি , বুমরার ১টি , পান্ডিয়ার ১টি,ভুবির ১টি উইকেট পায়।
আজ নেহারার শেষ আন্তর্জাতিক ম্যাচ।দীর্ঘ দুই দশকের ক্রিকেট জীবনকে ইতি টানলেন নেহারা। ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ ঘটে আাজাহারউদ্দিনের অধিনায়কত্বে।তারপর তিনি খেলে ফেলেছেন সাত সাতটি অধিনায়কত্বের অধীনে।আজ ফিরোজ শাহ কোটলায় নিজের ক্রিকেট জীবনকে আলবিদা জানালেন।ভারতীয় দল নেহারার শেষবেলাতে নিউজিল্যান্ডকে ৫৩ রানে পরাজিত করে বিদায় সংবর্ধনা দিলেন।বিরাট ও শিখরের কাঁধে চেপে মাঠ প্রদক্ষিণও করেন।ফিরোজ শাহ কোটলায় এক নায়কের অবসরের দিনেই নিজের আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলেন শ্রেয়স আইয়ার।ফিরোজ শাহ তে গাঁথা হল এক রূপকথার।