কলকাতা, সৌমিত্র চক্রবর্তী: ‘লভরাত্রি’ নাম হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে, এহেন অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন এক আইনজীবী। সেই মামলার প্রেক্ষিতে সালমান ও ছবির সাতজন অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল বিহারের মুজফফরপুর আদালত।
মাস শেষ হলেই ভগ্নিপতির ফ্লিম ‘লভরাত্রি’র মুক্তি।এবার সেই ফ্লিম ঘিরে শুরু হলো বিতর্ক, বেজায় অস্বস্তিতে সাল্লু ভাই। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ছবির নাম ‘লাভরাত্রি’। এই নাম নাকি হিন্দু ধর্মের ভাবাবেগ এ আঘাত আনছে,এই অভিযোগ এনে এক আইনজীবী আদালতের দরাস্ত হন। সেই মামলার পরিপ্রেক্ষিতে এফআইআরের নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য এ বছরের শুরুতে ছবির এই নাম নিয়ে আপত্তি তুলেছিল বিশ্ব হিন্দু পরিষদ। ভিএইচপি-র ইন্টারন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট অলোক কুমার সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, “দেশে এই ছবি প্রদর্শন করতে দেব না। কিছুতেই হিন্দুদের ভাবাবেগে আঘাত করা যাবে না।”
সালমান খান প্রোডাকসনসের নিবেদিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আয়ুশ শর্মা, সম্পর্কে সালমানের ভগ্নিপতি হন। ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে ওয়ারিনা হুসেনকে। আগামী মাসের ৫ তারিখ ‘লভরাত্রি’ মুক্তি পাওয়ার কথা। ছবি ঘিরে এহেন বিতর্কের জেরে ‘লভরাত্রি’-র মুক্তি আবার পিছিয়ে যায় কিনা, সেই সংশয়েই রয়েছেন ছবির নির্মাতারা।