অর্পিতা বসু,কলকাতা: ৯০ এর দশকের জনপ্রিয় চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হ্যায়’ যা দর্শক এখনো বার বার দেখতে ভালোবাসে।ফের পরিচালক করণ জোহারের হাত ধরে ফিরে আসছে ‘কুছ কুছ হোতা হ্যায় পার্ট ২’।
বি টাউনের খবর অনুযায়ী,পার্ট ২ তে থাকছে রাহুলের ভূমিকায় রণবীর কাপুর।অঞ্জলি ও টিনার ভূমিকায় থাকবে আলিয়া ভাট ও জানভি কাপুর।আগের চলচ্চিত্রে অঞ্জলির ভূমিকায় কাজল,ও টিনার ভূমিকায় রানি মুর্খাজ্জী অভিনয় করেছিল।কিন্তু এই সিক্যুয়েলে কে অঞ্জলি,কে টিনার চরিত্রে আছে তা জানা যায়নি।
বর্তমানে ‘বক্ষাস্ত্র’ এর শুট্যিং এ রণবীর ও আলিয়া ভাট বেশ ব্যস্ত।অপরদিকে জানভি কাপুর অভিনীত ‘ধড়ক’ চলচ্চিত্র হিট হওয়ার পর নতুন চলচ্চিত্র ‘তখত’ সিনেমার প্রস্তুতি নিচ্ছে।করণ জোহার জানালেন,’স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ সিক্যুয়েল শেষ হলে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিক্যুয়েলের শ্যুটিং শুরু করে দেবেন খুব শীঘ্রই।
৯০ এর দশকে শাহরুখ,কাজল,ও রানি অভিনিত কুছ কুছ হোতা হ্যায় বক্স অফিসে বেশ হিট হয়েছিল।এখন পার্ট ২ এর সিক্যুয়েল দর্শকের কতটা ভালো লাগবে,ও বক্স অফিসে কতটা ব্যবসা করবে সেটা রিলিজ হলে জানা যাবে।