কলকাতা, রাজকুমার দাসঃ- কলকাতার চাইনা টাউনে(ট্যাংরা ) তে চাইনিস ভাষা’র শিক্ষাকেন্দ্র’র উদ্বোধন করলেন প্রাক্তন রেল মন্ত্রী শ্রী দীনেশ ত্রিবেদী। সাথে ছিলেন মিস্টার মা ঝানও(কনসাল জেনারেল অফ দা পিপলস রেপাব্লিক অব চিনা)।
একই সঙ্গে পড়াশুনা, লাইব্রেরি সব সুবিধাই স্টুডেন্টরা পাবে এখানে। যে কোনো বয়সের শিক্ষার্থী এখন থেকে এখন উক্ত ভাষা শেখার জন্য আবেদন করতে পারেন। শ্রী ত্রিবেদী উদ্বোধন করে জানান তিনি ভীষণ খুশি।কলকাতা র মতো তিলোত্তমা শহরে এমন সুচারু ভাষার স্কুলকে উদ্বোধন করার জন্য।