কেরালা, নিজস্ব সংবাদদাতাঃ- জমকালো উদ্বোধন হলেও গোলশূন্য ভাবে শেষ হল কেরালা ব্লাস্টার্স ও এটিকের প্রথম ম্যাচ। তৃতীয় আইএসএল এর যেখানে থেকে শেষ করে ছিল দুই দল, ঠিক সেখান থেকেই চতুর্থ আইএসএল যাত্রা শুরু করল দুই প্রতিদ্বন্দী। দু’দলই ভালো ফুটবল খেললেও গোলের মুখ দেখতে পায়নি কোন দল। শেষ পর্যন্ত গোল শূন্য ভাবে ম্যাচটি ড্র হয়।