নন্দিনী দে:- দ্বিতীয় টি২০ ম্যচে সমতা ফেরাতে মরিয়া নিউজিল্যান্ড। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ১৯৬ করে। কলিন মুনরো ১০৯ রানে অপরাজিত থাকে এবং গাপ্টিল ৪২ রান করেন। এখন ইন্ডিয়ার টার্গেট ১৯৭। ইতিমধ্যে ৪ উইকেট হারিয়ে ভারত ব্যাকফুটে। দেখা যাক কোহলি এবং ধোনি নিজেদের জয়ের ধারা বজায় রাখতে পারে কি না।