ঋণী :-রুমা ব্যানার্জি হাতের মুঠো থেকে ঝরে যায় সময় মনের গভীরে ক্ষয় শুধু ক্ষয় জানি হাত বাড়ালেই বন্ধু হত এড়িয়ে যাবার জন্য খুঁজছি হাজার ছুঁতো আধ আধ ঘুম রোজ স্বপ্ন তে ভাসে মুখোশের আড়ালে মুখ যেন হাসে সিকি সিকি করে ঋণ চলে বেড়ে ফেলে আসা পথ আর দেখিনি ফিরে ।