নিজস্ব সংবাদদাতাঃ- শুধু ইতালির জন্য নয়, গোটা ফুটবল দুনিয়া ও ফুটবলপ্রেমি মানুষদের কাছে দুঃসংবাদ আগামি ২০১৮ রাশিয়াতে যে ফুটবল বিশ্বকাপ হচ্ছে তাতে খেলতে দেখা যাবেনা ইতালিকে। ফুটলপ্রেমি মানুষদের কাছে এর থেকে বড় দুঃসংবাদ আর কিবাই হতে পারে! ছদশক পর ইতালি বিহীন ফুটবল বিশ্বকাপ দেখবে বিশ্ব। গত সোমবার রাতে সান সিরোয় সুইডেনের সঙ্গে ০ – ০ ড্র করার ফলে ইতালির বিশ্বকাপ খেলার স্বপ্ন মুছে যায়। এমন বিপর্যযডের দিনে আর্ন্তজাতিক ফুটবলকে চোখের জলে বিদায় জানালেন দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, ফুটবল দুনিয়ার অন্যতম সেরা গোলকিপার জিয়ানলুইগি বুফন। জীবনের শেষ আর্ন্তজাতিক ম্যাচে এমন বিপর্যয়ে স্বভাবতই চোখের জল লুকোতে পারেননি তিনি।