কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- দুঃসময়ের মধ্যদিয়ে যাচ্ছে গত বারের চ্যাম্পিয়ন এটিকে ।এখনো পর্যন্ত তারা কোন জয়ের মুখ দেখেনি। গ্রুপ টেবিলের সর্বশেষে অবস্থান করছে দু বারের চ্যাম্পিয়ন টেডি শেরিং এর কোলকাতা টিম। বৃহস্পতিবারও তারা এফ সি পুনের বিরুদ্ধে ৩-২ গোলে হেরে যায়। এখনো পর্যন্ত ৯ পয়েন্ট পেয়ে গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে চেন্নাই।